শিবপুর প্রতিনিধি:
বৃষ্টি হলেই নরসিংদীর শিবপুর উপজেলা সদরের ডাকবাংলো আবাসিক এলাকার অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে এলাকার জনসাধারণের সীমাহীন দুর্ভোগে পড়তে হয় ।
সরেজমিনে দেখা যায়, সদরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ডাকবাংলো এলাকা। স্কুল,কলেজ,মাদ্রাসা ও পশুহাসপতালসহ সরকারী ও বেসরকারী অনেক গুরুত্বপূর্ণ দাপ্তরিক অফিস রয়েছে এই এলাকায়। গুরুত্বপূর্ণ এ এলাকটিতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। পানি নিষ্কাশনের নালা ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে।পরিকল্পিত কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে এলাকার সাধারণ জনগণ,বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও ছাত্রছাত্রীদের চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।জলাবদ্ধতার কারনে প্রফেসর আব্দুল মান্নান খানের বাড়ি থেকে ভূঁইয়া মার্কেট,শিবপুর মডেল পাইলট স্কুল রোড থেকে আশ্রাফিয়া মাদ্রাসা কানেক্টিং রোড,কলেজগেইট পপুলার হাসপাতাল ও ডায়াবেটিক হাসপাতালের পার্শ্ববর্তী ডাকবাংলো অভিমুখী রাস্তাগুলোর এখন বেহাল দশা।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানাযায়, সামান্য বৃষ্টি হলেই পানি আটকে বাসার ভেতর ও আঙ্গিনায় পানি উঠে যায়। এতে তাদের দুর্দশার আর সীমা থাকে না।এ ব্যাপারে তারা পৌর প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করেন।
Leave a Reply