ডালিম খান /নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য ও বিশিষ্ট ব্যবসায়িক আলহাজ্ব মাহফুজুল হক টিপু বলেন আমি গর্বিত সেই বীর সেনানীর সন্তান বলে। যিনি এই বাংলার বীর স্থপতি এমন সূর্যসন্তানদের দেশে জন্মগ্রহন করে। আমি গর্বিত আমার জাতির পিতা ছিলেন একজন আপোষহীন মুক্তিকামি দেশপ্রেমিক বীর। আমি গর্বিত এমন দরাজ কন্ঠের সেই কবির দেশে আমার জন্ম, যাঁর কন্ঠের সেই অমৃত বাণী ‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’’ আজো প্রেরণা জোগায় লক্ষ কোটি প্রাণে। আমি গর্বিত সেই মহানায়কের জন্যে যাঁর ডাকে সাড়া দিয়ে আমার প্রয়াত পিতা ও রাইফেল কাঁধে তুলে নিয়েছিলেন সেদিন। সেই পিতার যুদ্ধের গল্প শুনে একসময় হতাম শিহরিত। আমি ধন্য সেই বীর মুক্তিযোদ্ধা পিতার গর্বিত সন্তান হয়ে । আমি ধন্য সেই জাতির পিতার দেশে জন্মগ্রহন করে । ঘাতকরা সেদিন বুলেটের আঘাতে এতোটা বিক্ষত করার পর ও আমার প্রিয় বঙ্গবন্ধু সেদিন উপুড় হয়ে মৃত্যুবরণ করেননি। বীরের মতো চিৎকার করে বীরদর্পে আকাশের পানে বুক
Leave a Reply