স্বপন খানঃ
নরসিংদী শিবপুরে বাড়ি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের চেষ্টা দৌড় ধাপে রয়েছে দালাল চক্র। উপজেলার শিবপুর থানা মসজিদে সামনে বিক্রিত ৭ শতাংশ জমি বাড়ি টি নিয়ে সোমবার (২৪ ই মে) সকালে এঘটনা ঘটে। শিবপুরের মৃত মজিদ ভুইয়ার ছেলে ডাঃ ওহাব ভুইয়া জানায় বাহেরদীয়া মৌজায় আর এস দাগের ৯ শতাংশ জমি আমার ভাই আব্দুল রব ভুইয়ার নিকট থেকে ২০১৩ সালে ১২ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে ক্রয় করে দ্বিতল ভবন নির্মান করি। এতে পিস্তল তাগ করে লোকজন নিয়ে দখলের চেষ্টা চালায় বাঘাব ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান একে এম বশির আহমেদ বাবলু। এবিষয়ে বশির আহমেদ বাবলুর সাথে জানতে চাইলে তিনি বলেন তা সম্পন্ন মিথ্যেে বানোয়াট আমি আমার ৩৫ লক্ষ টাকা দিয়ে ক্রয়কৃত বাড়ি স্কুল উদ্বোধন করতে গিয়েছে। ওহাব ভুইয়া একজন সিটিং আমি ওহাবের কাছে থেকে ৭ শতাংশ জমি বাড়ি সহ ১৬ লক্ষ টাকা দিয়ে ক্রয় করি। পরে জানতে পারি এই জমি তার বড় ভাই আব্দুল রব ভুইয়ার। ওহাব ভুইয়া ধাপে ধাপে আমার কাছে থেকে ১০ লক্ষ টাকা নেওয়ার পর তালবাহানা শুরু করে। লোকজনের সিদ্ধান্ত অনুযায়ী স্থাবর অস্থাবর জমি বাড়ি সহ ৩৫ লক্ষ টাকা সিদ্ধান্ত হলে ১০ লক্ষ টাকা আগে নিয়েছে পরে শিবপুর সাবরেজিস্টার অফিসে গিয়ে দলিলে সই করে ২৫ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। ওহাব ভুইয়া কে খুঁজাখুঁজি ৩ দিন পরে পাওয়া গেলে বিভিন্ন সমস্যার কথা জানায়।আমি আমার ক্রয়কৃত বাড়িতে গেলে ওহাব ভুইয়া কিছু লোক এবং দালাল চক্র নিয়ে আমার উপর সন্ত্রাসী হামলা চালানের চেষ্টা করে। এবিষয়ে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা রয়েছে – নং ২০/২০২১। এ ব্যপারে ওহাব ভুইয়া শিবপুর মডেল থানা অভিযোগ দায়ের করেন।
Leave a Reply