ডালিম খান /শুধু প্রতিশ্রুতি নয়,নিজের কর্মদক্ষতা,যোগ্যতা এবং সকল প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে চাই । ইউনিয়নের জনগণের চাহিদা মোতাবেক সবাইকে সাথে নিয়ে এই অবহেলিত বাঘাব ইউনিয়নে উন্নয়ন করতে চাই,শাষক নয় সকলের সেবক হতে চাই এইধরণের আশাবাদ ব্যাক্ত করে নরসিংদীর শিবপুর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা মনোনীত প্রাথী জাহিদ সরকার, বাঘাব ইউনিয়নে ৯ টি ওয়াডে জাহিদ সরকার গণসংযোগ,আর নির্বাচনী প্রচার প্রচারনায় শক্ত অবস্থানে রয়েছেন জাহিদ সরকার ।তিনি জানান, আমি বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আমি চাই আমার এলাকার মানুষের জন্য, গরিব দুঃখীর জন্য কিছু করতে। আমি আপনাদের সন্তান। আমাকে আপনাদের একবার এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন । আমি আপনাদের জন্য স্বনির্ভর বাঘাব ইউনিয়ন কে ডিজিটাল নগরিতে রূপান্তিত করবো ইনশাআল্লাহ। জাহিদ সরকার আরো বলেন আমার ইউনিয়নে কোন মাদক ব্যবসায়ী, কোন চাঁদাবাজ,চোর ডাকাত, কোন ভূমিদস্যু থাকবে না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি ,
Leave a Reply