ব্রেকিং নিউজ ::
উত্তর সাধারচর পূর্ব পাড়া স: প্রা: বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতা অনু‌ষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা হতে যাচ্ছে শিবপুর শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ রায়পুরাতে এপেক্স ক্লাব অব ভৈরব নরসিংদীর উদ্যোগে ৫ টি ছাগল বিতরণ মাধবদী নুরালাপুর ইউ.পি নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মো: জাকারিয়া জনমত জরিপে এগিয়ে রাতের আঁধারে কম্বলের ফেরিওয়ালা শিবপুরের শামীম গফুর নরসিংদী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শিবপুরে আনন্দ মিছিল পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংবর্ধণা প্রস্তুতি সভা অনুষ্ঠিত জনপ্রিয়তা অর্জন করতে নয় জনগণের সেবা করতেই শামীম গফুরের ব্যতিক্রমী উদ্যোগ শিবপুর পৌরসভায় মানবিক কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন শামীম গফুর
ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিককে মারধর, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিককে মারধর, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

 

 

ব্রাহ্মণবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগ কর্মীর মারধরের শিকার হয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন। ঘটনার পর বিকেলে রোম্মান নামে ওই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহাদৎ হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কার্যক্রম চালুর দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় স্টেশন চত্বরে মানববন্ধনের আয়োজন করে সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসী। এতে ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। সংবাদ কাভার করতে সহকর্মীদের সঙ্গে সেখানে যান শাহাদৎ হোসেন। মানববন্ধন শেষে সাংবাদিক শাহাদৎ জানতে পারেন স্টেশনের গেটকিপার মুরাদুল ইসলামকে মারধর করেছেন ছাত্রলীগ কর্মী রোম্মান। বিষয়টি তিনি ঘটনাস্থলে উপস্থিত জেলা যুবলীগ নেতা হাসান সারোয়ারকে জানান। এতে ক্ষিপ্ত হন রোম্মান।

শাহাদৎ হোসেন জানান, হাসান সারোয়ারকে বিষয়টি জানানোর পর ছাত্রলীগ কর্মী রোম্মান ‘তার দিকে শাহাদৎ তাকিয়ে আছেন’ এ অজুহাতে তাকে মারধর শুরু করেন। এ সময় সহকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় তিনি মামলা করবেন।

ছাত্রলীগ কর্মী রোম্মান পৌর এলাকার কাজীপাড়ার রউফ মিয়ার ছেলে এবং জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক জুম্মানের ছোট ভাই।

শাহাদৎকে মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা সদরে কর্মরত সাংবাদিকরা। তারা ওই ছাত্রলীগ কর্মীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা এবং জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন শোভন প্রেস ক্লাবে গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

এদিকে, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান বিকেলে সাংবাদিক শাহাদৎকে হাসপাতালে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

© সকল স্বত্ব www.muktasangbad.com অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত