নরসিংদীর পলাশে সেবা গ্রহীতাদের তথ্য অধিকার আইনে সেবা প্রদান বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্ষালয়ের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। এসময় সেবাগ্রহিতাদের তথ্য অধিকার আইনে সেবা প্রদানের নানা দিক উপস্থাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রওশন আরা বেগম, যুগ্মসচিব (প্রশাসন) আবুল বায়েছ মিয়া, উপসচিব (প্রশাসন) শায়লা ইসলাম, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখর উদ্দিন আল রাজী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ আরিফুর রহমান।
Leave a Reply