ব্রেকিং নিউজ ::
শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন আ.ফ.ম মাহবুবুল হাসান উত্তর সাধারচর পূর্ব পাড়া স: প্রা: বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতা অনু‌ষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা হতে যাচ্ছে শিবপুর শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ রায়পুরাতে এপেক্স ক্লাব অব ভৈরব নরসিংদীর উদ্যোগে ৫ টি ছাগল বিতরণ মাধবদী নুরালাপুর ইউ.পি নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মো: জাকারিয়া জনমত জরিপে এগিয়ে রাতের আঁধারে কম্বলের ফেরিওয়ালা শিবপুরের শামীম গফুর নরসিংদী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শিবপুরে আনন্দ মিছিল পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংবর্ধণা প্রস্তুতি সভা অনুষ্ঠিত জনপ্রিয়তা অর্জন করতে নয় জনগণের সেবা করতেই শামীম গফুরের ব্যতিক্রমী উদ্যোগ
পলাশে তথ্য অধিকার আইনে সেবা প্রদান বিষয়ক অবহিতকরণ কর্মশালা

পলাশে তথ্য অধিকার আইনে সেবা প্রদান বিষয়ক অবহিতকরণ কর্মশালা

নরসিংদীর পলাশে সেবা গ্রহীতাদের তথ্য অধিকার আইনে সেবা প্রদান বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) সকালে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্ষালয়ের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, সাংবাদিক, ইমাম, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন। এসময় সেবাগ্রহিতাদের তথ্য অধিকার আইনে সেবা প্রদানের নানা দিক উপস্থাপন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রওশন আরা বেগম, যুগ্মসচিব (প্রশাসন) আবুল বায়েছ মিয়া, উপসচিব (প্রশাসন) শায়লা ইসলাম, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক।

এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখর উদ্দিন আল রাজী ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ আরিফুর রহমান।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

© সকল স্বত্ব www.muktasangbad.com অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত