ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের ছড়াছড়ি। গত তিন দিনেই এই তিন আসনের মনোনয়ন পেতে ৬১ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে ঢাকা-১৪ আসনে ২০ জন, সিলেট-৩ আসনে ১৫ জন এবং কুমিলল্গা-৫ আসনে ২৬ জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন।
গত শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। আগামী ১০ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়ার কার্যক্রম চলবে। এরপর আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে তিন আসনের দলীয় প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।
রোববার তিন আসনের জন্য ২১ জন মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়নের আবেদনপত্র কিনেছেন। তারা হচ্ছেন- ঢাকা-১৪ আসনে একেএম দেলোয়ার হোসেন, এএমএম মতিউর রহমান, এসএম হানিফ, সাবিনা আক্তার তুহিন, হাসানুর রশীদ, হায়দার আলী খান, রাজিয়া সুলতানা ইতি, আলী আশরাফ ও জিল্লুর রহমান; সিলেট-৩ আসনে মোহাম্মদ বদরুল ইসলাম, ইহতেশামুল হক চৌধুরী, মোহাম্মদ আবু জাহিদ, জাহেদ হাসান, আবদুর রকিব ও শাহ মুজিবুর রহমান জকন এবং কুমিল্লা-৫ আসনে মাহতাব হোসেন, জিয়াউল হাসান মাহমুদ, নওশের আলম, আল আমিন, মোস্তফা কামাল ও আখলাক হায়দার।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক গত ৪ এপ্রিল, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ১১ মার্চ এবং কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গত ১৪ এপ্রিল মারা যান। তাদের মৃত্যুতে আসনগুলো শূন্য ঘোষণা করা হয়। আগামী ১৪ জুলাই এই আসনগুলোতে উপনির্বাচন হবে।
Leave a Reply