গাজীপুরের টঙ্গী এলাকার দুটি পরিবারের সদস্যদের ওপর নৃশংস হামলার অভিযোগে গ্যাং গ্রুপ ‘ডি কোম্পানি বা ডেয়ারিং কোম্পানি’র পৃষ্ঠপোষক রাজিব চৌধুরী বাপ্পী ওরফে লন্ডন বাপ্পীসহ ১২ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে র্যাব-১ তাদের গ্রেপ্তার করে। রোববার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘ডেয়ারিং কোম্পানির পৃষ্ঠপোষক বাপ্পী লন্ডনে পড়ালেখা করত। ২০১৩ সালে সে দেশে ফেরে। এরপর ২০১৬ সাল থেকে ডিয়ারিং গ্রুপের কার্যক্রম শুরু করে। গ্রুপের সদস্যদের উত্তরা ও টঙ্গী এলাকায় আতঙ্ক সৃস্টি করেছিল। আধিপত্য বিস্তারে মারামারি, ছিনতাই, চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে। গ্রুপের মাধ্যমে সদস্যরা একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করত। বাপ্পী প্রত্যেক সদস্যকে সপ্তাহে ৩-৪শ’ টাকা দিত। বাপ্পীর ছোটো ভাই পাপ্পু তাকে সহযোগিতা করত। একটি মারামারি ঘটনায় পাপ্পু এখন জেলে।’
Leave a Reply