বৃহস্পতিবার নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় কালিহালা বৈদ্যগাঁও নদীর ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হন চম্পা আক্তার (২৪)। এর ১৮ ঘণ্টা পর শুক্রবার সকাল ৯টায় তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের নাগনিপাড়া এলাকায় তার মৃতদেহ ভাসমান অবস্থায় পেয়েছেন স্থানীয়রা।
চম্পা আক্তার উপজেলার একই ইউনিয়নের বৈদ্যগাঁও গ্রামের জাহিদ মিয়ার মেয়ে। স্থানীয়রা বলছেন, তিনি মৃগী রোগী ছিলেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান সমকালকে জানান, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।’
Leave a Reply