ডালিম খান /: নরসিংদীর শিবপুরে মাথা গোঁজার ঠাঁই পেল আরো ৯টি ভূমি ও গৃহহীন পরিবার। রবিবার (২০ জুন) সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে সারাদেশে একযোগে ঘর হস্তান্তর উদ্বোধনের পর শিবপুরে ৯টি পরিবারের মাঝে ঘরের দলিল তুলে দেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঞা মোহন ও উপজেলা চেয়ারম্যান । উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে ঘর হস্তান্তর অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হারুনুর রশীদ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ খান, শিবপুর মডেল থানার ওসি সালাহউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন, ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ।
তারা প্রধানমন্ত্রীসহ স্থানীয় ভারে যারা তাদেরকে ঘর দেওয়ার জন্য নির্বাচিত করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য ইতিপূর্বে উপজেলার আরো ৪২টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply