ডালিম খান /নরসিংদীর শিবপুরে ২৭ ই জুন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) শিবপুর উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বৃক্ষ রোপণ ও মাস্ক বিতরন করা হয়। শিবপুর উপজেলা সার্বজনীন ভক্ত সংঘ পুজা মন্ডপের পাশে, শিবপুর -চৈতন্যা রোডে বানিয়াদী ব্রীজের পাশে, শিবপুর পুরাতন সাব-রেজিস্টি অফিস ঘাটে এবং বেড়িবাঁধে বনজ,ফলজ,ঔষধি ও শোভাবর্ধনকারী বকুল, চেরী ফুল বৃক্ষ রোপণ করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শিবপুর বাজারে মাস্ক ও হ্যান্ডরাব বিতরন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি শিবপুর উপজেলা শাখার উপদেষ্টা কাদির কিবরিয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাপমাস উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, জাপমাস পরিচালক রাজীব মোল্লা, সায়েমখান, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) সভাপতি সাংবাদিক আলম খান,সহ-সভাপতি রাজন রায়, যুগ্ম -সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাইম, নির্বাহী সদস্য মুজিবুর রহমান, শাহ আলম খান,ইয়াছিন, মোঃজসিম উদ্দিন , রাসেল শেখ। শিবপুর পৌরসভা সভাপতি দৌলত হোসেন ও প্রমুখ।
Leave a Reply