কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানীর সড়কের মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে আছে; চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দিচ্ছেন না তারা। বৃহস্পতিবার সকালে ফার্মগেট এলাকা থেকে তোলা ছবি-আব্দুর রাজ্জাক সরকার
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ সকাল থেকে সারা দেশে শুরু হয়েছে কঠোর লকডাউন। আগেই নির্দেশনা ছিল লকডাউনে অপ্রয়োজনে বের হওয়া যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় বৃহস্পতিবার রাজধানীর রমনা, মোহাম্মদপুর ও শাহবাগ এলাকা থেকে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ বলন, অপ্রয়োজনে ঘোরাফেরা করায় সকালে রমনা এলাকায় দু’জন এবং শাহবাগ মোড় থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মাহিন ফারাজী বলেন, অপ্রয়োজনীয় চলাফেরা করায় রায়েরবাজার থেকে ৭ জন এবং তিন রাস্তার মোড় থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply