দারুণ জয় পেয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠে গেল আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ রোববার সকালে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে মেসিরা জয়লাভ করে ৩-০ গোলে। রদ্রিগো ডি পল, লরাতো মার্টিনেজ ও লিওনেল মেসি গোল তিনটি করেন।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা বেশ চাপে রেখেছিল ইকুয়েডরকে। একের পর এক সুযোগও সৃষ্টি হচ্ছিল। কিন্তু গোল হচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত মেসির পাসেই ডি পল ওই অবস্থার অবসান ঘটনা। ৪০তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে ওই অবস্থাতেই শেষ হয়।
দ্বিতীয়ার্ধে গোলটি করেন মার্টিনেজ। তিনি ৮৪তম মিনিটে দলের জয় নিশ্চিত করে ফেলেন। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি গোল না করে থাকতে পারেন? খেলার অতিরিক্ত সময়ে তিনিও গোল করেন এবং তৃপ্তির হাসি নিয়ে মাঠ ছাড়েন। সেমিতে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার।
উল্লেখ্য, সুয়ারেজদের ছিটকে দিয়ে কোপা আমেরিকার অপর সেমিফাইনালে ওঠে গেছে কলম্বিয়া। নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকার পর পেনাল্টি শুট-আউটে ৪-২ গোলে জয়ী কলম্বিয়া।
Leave a Reply