নিজস্ব প্রতিবেদক#
নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার বাবুল সরকার।
এলাকাবাসীর অভিযোগ, তিনি আবারো শুধু নির্বাচিত হতে নয় একক প্রার্থী অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন।
এ ওয়ার্ডের কেউ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হচ্ছে এমন গুঞ্জন শোনা মাত্রই বাবুল মেম্বার ও তার দুই পুত্র মাসুম ও নাদিম ওই আগ্রহী ব্যক্তিকে না হুমকি-ধমকি ও ভয় – ভীতি দেখিয়ে নিরৎসাহিত করে । এমনই একজন নাজমুল আলম খোকন। তিনি মেম্বার পদে নির্বাচনে আগ্রহ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাবুল মেম্বারের বড় পুত্র মাসুম মোবাইল ফোনে তাকে ডেকে নিয়ে তার হাত-পা -মাথা কেটে ফেলার হুমকি দেয়।
বাবুল মেম্বার ও তার দুই পুত্রের অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। শুধু তাই নয় বাবুল মেম্বার তার নানা অনৈতিক কর্মকাণ্ডের জন্য ইউপি চেয়ারম্যানের বিরাগভাজন হয়েছেন।
নারী লোভী এই বাবুল মেম্বারের তিনজন স্ত্রী বর্তমান রয়েছে। নানা অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি জনপ্রিয়তা নয় জনবিদ্রুপ অর্জন করেছেন। তার নানা অপকর্মের অনুসন্ধান চলছে। আরো বিস্তারিত আগামীতে —-
Leave a Reply