দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ২৩০ জনের মৃত্যু হয়েছে।তাদের নিয়ে সারা দেশে করোনায় আক্রান্ত রোগীদের মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জনে।
গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১১ হাজার ৮৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের নিয়ে সারা দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে।
গত শনিবার করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজারের নিচে নেমে আসলেও রোববার সেই সংখ্যাটি আবার দশ হাজার ছাড়িয়ে গেল।গত ৯ জুলাই সর্বাধিক ২১২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল দেশে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এদের নিয়ে সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন।
নমুনা পরীক্ষা বিবেচনায় সারা দেশে করোনা আক্রান্তদের শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। গত ২৭ জুন থেকে করোনায় মৃত্যুর সংখ্যা একশ’র উপরে।
গত ২৪ ঘণ্টায় ৬১৩টি পরীক্ষাগারে ৪০ হাজার ১৫টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৬৪ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৩৩ জন পুরুষ ও ৯৭ জন নারী। তাদের মধ্যে ১৬৯ জন সরকারি হাসপাতালে, ৪২ জন বেসরকারি হাসপাতালে ও ১৯ জন বাড়িতে মারা গেছেন।
এ পর্যন্ত করোনায় আক্রান্ত পুরুষের মৃত্যুর হার ৭০ দশমিক ০৯ শতাংশ ও নারীদের মৃত্যুর হার ২৯ দশমিক ৯১ শতাংশ।
মৃত ২৩০ জনের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১১১ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ৫১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১৯ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।
বিভাগওয়ারি বিশ্লেষণে দেখা গেছে, খুলনা বিভাগে সর্বোচ্চ ৬৬ জন, ঢাকায় ৫৬ জন, চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ২৬ জন, বরিশালে ৮ জন, সিলেটে ৮ জন, রংপুরে ২২ জন, ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, ঢাকা মহানগরীতে ৫ হাজার ৬৬৮টি সাধারন শয্যার বিপরীতে ১৯০১টি শয্যা ও ৮৬১টি আইসিইউ শয্যার বিপরীতে ২০৬টি শয্যা খালি রয়েছে। চট্টগ্রাম মহানগরীতে ৮০০টি সাধারণ শয্যার বিপরীতে ১৬৭টি শয্যা ও ৬৩টি আইসিইউ শয্যার বিপরীতে ২২টি শয্যা খালি রয়েছে।
এছাড়া সারা দেশে ১৫ হাজার ৪৩টি শয্যার বিপরীতে ৫ হাজার ১৪টি ও ১ হাজার ২৬৩টি আইসিউ শয্যার বিপরীতে ৩০১টি শয্যার খালি রয়েছে।
Leave a Reply