ডালিম খান /নরসিংদীর শিবপুরে কঠোর লকডাউনে সাধারণ মানুষজন মানছে না লকডাউন, পথচারীরা মানছে না স্বাস্থ্যবিধি, ব্যবহার করছেন না মাস্ক। জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ র্যাব ও বিজিবির সদস্যরা কাজ করলেও সাধারণ মানুষজনকে ঘরে রাখা যাচ্ছে না। ফলে নিষেধাজ্ঞা অমান্য করেই জীবন জীবিকার প্রয়োজনে নিন্ম আয়ের মানুষজন রাস্তায় কারণে অকারণে বের হচ্ছেন এবং রিকশা ও ভ্যান গাড়িসহ দোকানপাঠ খোলা রেখেছেন।শনিবার (১২ জুলাই) সন্ধায় শিবপুর পৌরসভা এলাকায় উপজেলা ইউএনও কাবিরুল ইসলাম খানের নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীর বিরুদ্ধে মামলা করা হয় এবং আরও বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা প্রদান করা হয়।এ ব্যাপারে ইউএনও কাবিরুল ইসলাম খান বলেন, করোনার প্রকোপ ব্যাপকহারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষজনকে ঘরের মধ্যে রাখার একটি উদ্যোগ নিতে সেনাবাহিনীর সহায়তায় জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে। সাধারণ মানুষজনকে ঘরে রাখতে জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
Leave a Reply