ব্রেকিং নিউজ ::
উত্তর সাধারচর পূর্ব পাড়া স: প্রা: বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতা অনু‌ষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা হতে যাচ্ছে শিবপুর শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ রায়পুরাতে এপেক্স ক্লাব অব ভৈরব নরসিংদীর উদ্যোগে ৫ টি ছাগল বিতরণ মাধবদী নুরালাপুর ইউ.পি নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মো: জাকারিয়া জনমত জরিপে এগিয়ে রাতের আঁধারে কম্বলের ফেরিওয়ালা শিবপুরের শামীম গফুর নরসিংদী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শিবপুরে আনন্দ মিছিল পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংবর্ধণা প্রস্তুতি সভা অনুষ্ঠিত জনপ্রিয়তা অর্জন করতে নয় জনগণের সেবা করতেই শামীম গফুরের ব্যতিক্রমী উদ্যোগ শিবপুর পৌরসভায় মানবিক কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন শামীম গফুর
ডি মারিয়াকে ছাড়াই কোপার সেরা একাদশ ঘোষণা

ডি মারিয়াকে ছাড়াই কোপার সেরা একাদশ ঘোষণা

 

গত এক মাস ধরে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকায় বুঁদ হয়ে ছিল ফুটবলপ্রেমীরা। দুই মেগা আসরের পর্দা নেমেছে গত রোববার। এক মাস ধরে চলতে থাকা কোপা আমেরিকার ফাইনালে শেষ ভাগ্য নির্ধারণ করে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোল। তাঁর একমাত্র গোলেই ২৮ বছর শিরোপার দেখা পায় আর্জেন্টিনা। অথচ সেই ডি মারিয়াকেই রাখা হয়নি কোপার সেরা একাদশে।

টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফাইনালের আগেরদিনই লিওনেল মেসি ও নেইমারকে যৌথভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। তাই স্বাভাবিকভাবে দুজনই ছিল সেরা একাদশে। মেসি-নেইমারদের সঙ্গে ফরোয়ার্ড হিসেবে আছেন কলম্বিয়ার লুইস দিয়াস।

গোলরক্ষক হিসেবে আছেন আর্জেন্টিনাকে ফাইনালে তোলার নায়ক এমিলিয়ানো মার্তিনেস। ডিফেন্ডার হিসেবে আছেন ব্রাজিলের মার্কিনিয়োস ও মিডফিল্ডার কাসেমিরো।

এ ছাড়া একাদশে সুযোগ পেয়েছেন একুয়েডরের লেফট ব্যাক পেরভিস এস্তুপিনান, পেরুর মিডফিল্ডার ইয়োশিমার ইয়োতুন ও চিলিয়ান রাইট ব্যাক মাউরিসিও ইসলা।

ডি মারিয়া মূলত সবম্যাচে শুরুর একাদশে ছিলান না। শুরুর দিকে দুটি ম্যাচের একাদশে রাখা হয় তাঁকে। বাকি ম্যাচগুলোতে নামানো হয় বদলি হিসেবে। অবশ্য যখনই মাঠে নেমেছেন ভালো করেছিলেন এই পিএসজি তারকা।

কোপা আমেরিকার সেরা একাদশ:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা)।

ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), মার্কিনিয়োস (ব্রাজিল), পেরভিস এস্তুপিনান (একুয়েডর) ও মাউরিসিও ইসলা (চিলি)।

মিডফিল্ডার: রদ্রিগো দে পল (আর্জেন্টিনা), কাসেমিরো (ব্রাজিল) ও ইয়োশিমার ইয়োতুন (পেরু)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল) ও লুইস দিয়াস (কলম্বিয়া)।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

© সকল স্বত্ব www.muktasangbad.com অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত