ব্রেকিং নিউজ ::
শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন আ.ফ.ম মাহবুবুল হাসান উত্তর সাধারচর পূর্ব পাড়া স: প্রা: বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতা অনু‌ষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা হতে যাচ্ছে শিবপুর শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ রায়পুরাতে এপেক্স ক্লাব অব ভৈরব নরসিংদীর উদ্যোগে ৫ টি ছাগল বিতরণ মাধবদী নুরালাপুর ইউ.পি নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মো: জাকারিয়া জনমত জরিপে এগিয়ে রাতের আঁধারে কম্বলের ফেরিওয়ালা শিবপুরের শামীম গফুর নরসিংদী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শিবপুরে আনন্দ মিছিল পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংবর্ধণা প্রস্তুতি সভা অনুষ্ঠিত জনপ্রিয়তা অর্জন করতে নয় জনগণের সেবা করতেই শামীম গফুরের ব্যতিক্রমী উদ্যোগ
শ্রমিক‌দের মধ্যে দ্বন্দ্ব : ব‌রিশাল থে‌কে সব রু‌টে বাস চলাচল বন্ধ

শ্রমিক‌দের মধ্যে দ্বন্দ্ব : ব‌রিশাল থে‌কে সব রু‌টে বাস চলাচল বন্ধ

 

ব‌রিশা‌লের নথুল্লাবাদ ও রুপাতলী বাস টা‌র্মিনাল থে‌কে সব রু‌টে আজ শুক্রবার সকাল ১০টার দিকে বাস চলাচল বন্ধ ক‌রে দেওয়া হ‌য়ে‌ছে। কঠোর বিধিনিষেধ শি‌থি‌লের পর বাস চলাচল শুরুর এক‌ দি‌নের মাথায় শ্রমিক‌দের অভ‌্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনায় এক শ্রমিক নেতাসহ অভিযুক্তদের গ্রেপ্তা‌রের দাবিতে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পৃথক দুই বাস মা‌লিক স‌মি‌তি আজ শুক্রবার সকাল ১০টা থে‌কে বাস চলাচল বন্ধ ঘোষণা ক‌রে।

শ্রমিকেরা জানি‌য়ে‌ছেন, ব‌রিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাইক্রোবাস শ্র‌মিক ইউনিয়নের দু‌টি ক‌মি‌টি নতুনভা‌বে গ‌ঠিত হয়। এর পর থে‌কে দুই শ্র‌মিক নেতা‌দের ম‌ধ্যে বি‌ভিন্ন সময় ছোটখা‌টো মারামা‌রি ও উত্তেজনার ঘটনা ঘ‌টে আস‌ছি‌ল। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দি‌কে টা‌র্মিনাল ভব‌নের নিচতলায় কাউন্টা‌রের সাম‌নে সুলতান মাহামুদ ও স‌হিদুল ইসলাম টিটু নেতৃত্বাধীন ক‌মি‌টির শ্রমিকদের সঙ্গে প‌রিমল চন্দ্র দাস ও শাহা‌রিয়ার বাবুর নেতৃত্বাধীন ক‌মি‌টির শ্রমিকদের সংঘ‌র্ষ ঘ‌টে। এতে প‌রিমল ও বাবুর পক্ষের বেশ ক‌য়েকজন আহত হন। এর পরপরই পুরো বাস টা‌র্মিনাল এলাকায় উত্তেজনা ছ‌ড়ি‌য়ে পড়ে এবং চার ঘণ্টার জন‌্য বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এরপর প‌রিমল ও বাবু নেতৃত্বাধীন শ্রমিক‌দের বি‌ক্ষোভের মু‌খে বাস মা‌লিক স‌মি‌তি ও শ্রমিক নেতা‌দের ওপর হামলার অভিযো‌গে সুলতান মাহামুদসহ নয় জ‌নের বিরু‌দ্ধে মামলা গ্রহণ ক‌রে পু‌লিশ। ২৪ ঘণ্টার ম‌ধ্যে সুলতান মাহামুদ‌সহ হামলায় জ‌ড়ি‌তদের গ্রেপ্তা‌রের আশ্বাস দি‌লে চার ঘণ্টা পর বাস চলাচল স্বাভা‌বিক করা হয়। ত‌বে এখন পর্যন্ত অভিযুক্ত‌দের গ্রেপ্তার না করায় আজ শুক্রবার সকাল থে‌কে ব‌রিশালের নথুল্লাবাদ ও রুপাতলী বাস টা‌র্মিনাল থে‌কে সব রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়।

রুপাতলী মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন ব‌লেন, ‘সুলতান মাহামুদ গতকাল‌ বৃহস্প‌তিবার তাঁর লোকজন নি‌য়ে আমা‌দের লোকজ‌নের উপর হামলা ক‌রে‌ছেন। পরে বাস চলাচল বন্ধ ক‌রে দিলে পু‌লি‌শের আশ্বা‌সে বাস চলাচল স্বাভা‌বিক করা হয়। এ ছাড়া ২৪ ঘণ্টার ম‌ধ্যে হামলাকারী সুলতান মাহামুদসহ সবাইকে গ্রেপ্তা‌রের আল‌টি‌মেটাম দেওয়া হয়। ত‌বে তাঁরা গ্রেপ্তার না হওয়ায় রুপাতলী থে‌কে ১৭ রু‌টে বাস চলাচল বন্ধ করা হ‌য়ে‌ছে।’

ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রু‌পের যুগ্ম সাধারণ সম্পাদক কি‌শোর কুমার দে ব‌লেন, ‘সুলতান মাহামুদ ও তাঁর লোকজন আমা‌দের বাস মা‌লিক নেতা ও শ্রমিক নেতা‌দের মারধর ক‌রে‌ছে। আশ্বাস দেওয়ার পর ২৪ ঘণ্টা পার হ‌য়ে গে‌লেও পু‌লিশ কাউকে গ্রেপ্তার ক‌রে‌নি। তাই ব‌রিশাল থে‌কে অভ‌্যন্তরীণ ১৪ রুটসহ ঢাকা ও দূরপাল্লার রু‌টে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে। সুলতান মাহামুদ ও তাঁর সন্ত্রাসী বা‌হিনী‌কে গ্রেপ্তার করা না হ‌লে বাস বন্ধই থাক‌বে।’

এদি‌কে, নথুল্লাবাদ বাস টা‌র্মিনা‌লের সাম‌নে ঢাকা-ব‌রিশাল মহাসড়‌কে যান চলাচল বন্ধ করে দি‌য়ে‌ছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

ব‌রিশাল কোতোয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) নুরুল ইসলাম ব‌লেন, ‘আমরা মা‌লিক স‌মি‌তি ও শ্রমিক নেতা‌দের সঙ্গে কথা বলে বিষয়‌টি দ্রুত সমাধা‌নের চেষ্টা কর‌ছি।’

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

© সকল স্বত্ব www.muktasangbad.com অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত