নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় জনস্বার্থে ২৫ জুলাই সকালে শিবপুর উপজেলার লাখপুর বাজার সংলগ্ন এলাকায় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত বিধিনিষেধ প্রতিপালন, পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া ও শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। এসময় একটি ভ্রমণ নৌকা হতে মাঝিসহ ৭১ জন ব্যক্তিকে আটক করা হয়।
এদের মধ্যে ৩১ জন নাবালক থাকায় তাদের মুচলেকা মুলে অভিভাবকদের নিকট তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। করোনাকালীন বিধিনিষেধ, আইন অমান্য করায় ৪০ জনকে ২২ টি মামলায় অর্থদন্ড প্রদান করা হয়। জরিমানা তাৎক্ষণিক ভাবে আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন ,বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, দুলালপুর, চক্রধা, একদুয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
Leave a Reply