1. masudkhan89@yahoo.com : admin :
  2. mahabub.mk1@gmail.com : Mahbub Khan Akash : Mahbub Khan Akash
  3. kdalim142@gmail.com : ডালিম খান : ডালিম খান
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ০৮:৪৯ অপরাহ্ন

ভারতে দাঁড়িয়ে থাকা বাসকে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ১৮ শ্রমিকের

সাংবাদিকের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৩ দেখেছেন

 

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন শ্রমিক নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। আজ বুধবার রাজ্যের বারাবানকি জেলার রাম সানেহি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতরা বিহার রাজ্যের শ্রমিক। তাঁরা কাজের জন্য হারিয়ানা রাজ্যে গিয়েছিলেন। সেখান থেকে একটি ডবল-ডেকার বাসে করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশের লখনৌ জোনের এডিজি সত্যনারায়ণ সাবাত বলেন, শ্রমিকরা হরিয়ানায় তাদের কাজ শেষে বাসে করে বিহারের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে গভীর রাতে বাসটি নষ্ট হয়ে যায়। তখন চালক ও অন্যরা বাসটি মেরামতের চেষ্টা করছিলেন।

এ সময় শ্রমিকরা বাস থেকে নেমে বাসের সামনের রাস্তায় শুয়ে পড়েন। কিছু পরেই একটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকরা মারা যান বলে জানায় পুলিশ।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

একই বিভাগের আরও সংবাদ
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব মুক্ত সংবাদ কর্তৃক সংরক্ষিত
Developer By Zorex Zira