আগামী চক্রধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন জজ মিয়া
- আপডেট সময় : ০৪:১২:১২ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ৭২৪ বার পড়া হয়েছে
মাহবুব খান: শিবপুর পৌরসভা ও দুটি ইউনিয়ন যথাক্রমে চক্রধা ও মাছিমপুরের সীমানা জটিলতা মামলাটি হাইকোর্ট থেকে নিষ্পত্তি হয় গত মঙ্গলবার (১৯ এপ্রিল)। খবরটি পাওয়ার সাথে সাথেই শিবপুরে বইছে নির্বাচনী বাতাস! দীর্ঘদিনের প্রতীক্ষা ও ভোগান্তির অবসান হওয়াতে পৌরসভা ও দুটি ইউনিয়নের ভোটাধিকার বঞ্চিতরা মেতে উঠেছেন আনন্দ উল্লাসে। এরই মধ্যে সম্ভাব্য পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যান প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করেছে প্রচার প্রচারণা।
আগামী চক্রধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন শিবপুর উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক,সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও তরুণ সমাজসেবেক আবিদ হাসান জজ মিয়া (বিএ)। একটি বিবৃতিতে জজ মিয়া বলেন,আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি,দল যদি আমাকে মনোনয়ন দেয় তবে চেয়ারম্যান পদে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে জয়লাভ করতে সক্ষম হবো।দীর্ঘদিন ধরে অবহেলিত চক্রধার উন্নয়ন ও জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করবো। জজ মিয়া সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী।