ব্রেকিং নিউজ ::
নরসিংদীতে পৃথক স্থানে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু শিবপুরে বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত শিবপুরে সাবেক এমপি শহীদ কিরণ খানের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত শিবপুরে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার উদ্যোগে প্রতিটি ইউনিয়নে যাকাতের কাপড় বিতরণ জয়নগর ইউনিয়নে ঈদে এমপি মোহনের পক্ষ থেকে যাকাতের কাপড় বিতরণের প্রস্তুতি সভা শিবপুরে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার উদ্যোগে যাকাতের কাপড় বিতরণ শিবপুরে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আ.ফ.ম মাহবুবুল হাসান শিবপুরে পথচারীদের মাঝে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ইফতার বিতরণ
শিবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিবপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাহবুব খান: শিবপুর উপজেলার মজলিশপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মজলিশপুর যুবসমাজের উদ্যোগে শুক্রবার (১৫ জুলাই) স্থানীয় একটি মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনর রশীদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহসীন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম ভুইঁয়া রাখিল।শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খানের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় শতশত নারী পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্যে এই আকর্ষণীয় প্রতিযোগিতাটি সম্পন্ন হয়।প্রতিযোগিদের তিনটি দলে বিভক্ত করা হয়,ছোট বড় ও মাঝারি।প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, ছোটদল: প্রথম স্থান অধিকার করেছেন মিলন ব্যাপারি (বড়দিয়া) ২য় হয়েছেন শফিকুল (একদুরিয়া),৩য় হয়েছেন আব্দুল বাতেন (বড়চাপা)।
মাঝারি দল: প্রথম স্থান অধিকার করেছেন জামান (বড়চাপা), ২য় হয়েছেন সবুজ বাংলা (পাকুন্দিয়া)
৩য় হয়েছেন শামসুল ( মোহরপাড়া)।
বড় দল:প্রথম স্থান অধিকার করেছেন সবুজ বাংলা (পাকুন্দিয়া), ২য় হয়েছেন জব্বার (কিশোরগঞ্জ) ৩য় হয়েছেন হৃদয় বাংলা (কটিয়াদী) ।পরে প্রতিযোগিদের মাঝে ছাগল,ওয়াল ফ্যান ও মোবাইলসহ বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© সকল স্বত্ব www.muktasangbad.com অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত