শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন মাহফুজুল হক টিপু
- আপডেট সময় : ০৪:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৪ বার পড়া হয়েছে
মাহবুব খান: সাউথ এশিয়া বিজনেস পার্টনারশিপ ও নেপাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ আয়োজনে,বিশ্ব পর্যটন দিবসে নেপাল-বাংলাদেশের বাণিজ্যিক ও পর্যটন শিল্পের বিকাশ শীর্ষক আলোচনা সভা,বিশিষ্ট ব্যক্তিবর্গদের অভ্যর্থনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) নেপালের কাঠমুন্ডুতে হোটেল মারস্যাংদীর হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নরসিংদীর শিবপুরের কৃতি সন্তান, জেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য, বিশিষ্ট ব্যাবসায়ী ও শিক্ষানুরাগী মাহফুজুল হক টিপুকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।নেপালের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর হাত থেকে তিনি এই আন্তর্জাতিক মানের সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
উল্লেখ্য, শিক্ষা,সমাজ ও ব্যাবসায় বিশেষ অবদান রাখায় এর আগেও মাহফুজুল হক টিপু একাধিক অ্যাওয়ার্ড পেয়েছেন।আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ অবদানের এই সম্মাননা নরসিংদীবাসীর মুখকে করেছে উজ্জ্বল।