শিবপুর পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ৬১৭ বার পড়া হয়েছে
মাহবুব খান: নরসিংদীর শিবপুর পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ অক্টোবর) বিকেলে সদর রোডস্থ এমপি কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জহিরুল হক ভুইঁয়া মোহন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ফরহাদ আলম ভুইঁয়া,সহ-সভাপতি আব্দুলa হাই মাস্টার,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান।প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সংসদের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ।
পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সজিব মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন মোল্লার সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের সদস্য তালুকদার যোবায়ের হোসেন টিপ,হারিজা আক্তার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার,সাধারণ সম্পাদক শাহিন মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মোশারফ ভূঁইয়া,সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিক,পৌরসভা ছাত্রলীগের সভাপতি ইফরান,দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ প্রধান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তাজুল ইসলাম জনি ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেনসহ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীবৃন্দ।