ভেদরগঞ্জে বিএনপি নেতা মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৩:৩৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / ৬৬৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
শরিয়তপুর জেলার ভেদরগঞ্জে বিএনপি নেতা মহিউদ্দিন সরকারসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা। ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বিপুল পরিমাণ লাঠিসোটা, হামলায় ব্যবহৃত ইটের ভাংগারি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহিউদ্দিন এর উপর একাধিক মামলাসহ একটি হত্যা মামলা রয়েছে।মহিউদ্দিন সরকার ভেদরগঞ্জে উপজেলার সখিপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। সে সখিপুর ইউনিয়নের মেহেরচান সরকারকান্দি গ্রামের হুমায়ুন সরকারের ছেলে।
গত ১২ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে অংশ গ্ৰহন করায় তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে বলে জানা যায়। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আতংকে পালিয়ে বেড়াচ্ছে বিএনপির নেতা মহিউদ্দিন সরকারসহ নেতাকর্মীরা।