ব্রেকিং নিউজ ::
মারা গেলেন সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘ফ্রেডি’ নরসিংদী-৩ আসনে বরেণ্য রাজনৈতিক ব্যক্তিদের সমাধিতে তৃণমুল বিএনপি প্রার্থীর শ্রদ্ধাঞ্জলি নরসিংদীতে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন স্বামী-স্ত্রী শিবপুরে নিরাপদ সড়ক চাই এর সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত নরসিংদী-৩ (শিবপুর) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী ফজলে রাব্বি খানের মনোনয়ন পত্র জমাদান সম্পন্ন  শিবপুরে সকল ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে ফজলে রাব্বি খানের আহবান নরসিংদী-৩ শিবপুর আসন থেকে জাকের পার্টির মনোনয়ন পেলেন সাংবাদিক আলম খান নরসিংদী-৩ শিবপুর থেকে মনোনয়ন ফরম কিনলেন স্বতন্ত্র প্রার্থী মাসুম মৃধা দলীয় মনোনয়ন ফরম জমাদান উপলক্ষে সিরাজুল ইসলাম মোল্লার দোয়া ও মিলাদ মাহফিল মাহবুব খান এর নির্বাচিত কবিতা “আজব দুনিয়া”
শিবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর পাঠান,সম্পাদক কাদির কিবরিয়া

শিবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর পাঠান,সম্পাদক কাদির কিবরিয়া

মাহবুব খান

নরসিংদীর শিবপুর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি এ.এস.এম জাহাঙ্গীর পাঠান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাদির কিবরিয়া।বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার বানিয়াদী দলীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক।উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ.এস.এম জাহাঙ্গীর পাঠানের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদির কিবরিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন নরসিংদী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওমর ফারুক মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: মহিউদ্দীন ফরাজী,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ফররুখ আহমেদ, জাকির হোসেন মৃধা,এ্যাড. আবুল হাসনাত মাসুম,অধ্যাপিকা বিলকিস সরকার পুতুল প্রমূখ।এছাড়াও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনের শুরুতে ভার্চুয়াল বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেন, দেশে উচ্চ শিক্ষিতরা চাকরী পাচ্ছেনা,বেকারত্বের হার বেড়েগেছে,এব্যাপারে সরকারের কোন মাথা ব্যাথা নেই।তাছাড়া বর্তমান সরকার এতোদিনেও নিরপেক্ষ নির্বাচনের যে প্রক্রিয়া তা নির্ধারন করতে পারেনি।আমরা জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাবকে বাস্তবায়ন করে  আগামী নির্বাচনে ৩’শ আসনে নির্বাচন করে সফল হতে চাই।
সম্মলনের দ্বিতীয় অধিবেশনে আগামী দুই বছরের জন্য এ.এস.এম জাহাঙ্গীর পাঠানকে সভাপতি, কাদির কিবরিয়াকে সাধারণ সম্পাদক এবং শামীম হাসানেক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

পুরাতন সংবাদ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সকল স্বত্ব www.muktasangbad.com অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত