রাতের আঁধারে কম্বলের ফেরিওয়ালা শিবপুরের শামীম গফুর
- আপডেট সময় : ০২:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
- / ৫৮৯ বার পড়া হয়েছে
মাহবুব খান
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে রাতের আঁধারে পৌর এলাকায় শীতবস্ত্র (কম্বল) ফেরি করে ফিরছেন শিবপুরের কৃতি সন্তান,আমেরিকা প্রবাসী ও পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম গফুর।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার ৫ নং ওয়ার্ডের নগর গ্রামে অসহায় ও দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র তুলে দেন তিনি।
পৌরসভা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নান্নু মিয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন মিয়া,পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাসুদ ভুঁইয়া, পৌরসভা মৎস্যজীবী দলের সভাপতি আলতাফ হোসেন প্রধান,উপজেলা তরুণ দলের সহ-সভাপতি মুখলেসুর রহমান প্রমূখ।
এ সময় শামীম গফুর বলেন, এই মৌসুমে তীব্র শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের কষ্ট লাঘবে আমার নিজস্ব অর্থায়নে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য রাতের অন্ধকারে মানুষের পাশে দাঁড়াতে এসেছি।
তিনি আরও বলেন, এই শীতে যেন কেউ কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে পর্যায়ক্রমিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।ভবিষ্যতেও আমি পৌরসভার অসহায়,দরিদ্র ও দুঃস্থদের পাশে থাকব।