শিবপুর প্রতিনিধি :
নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনায় এবং শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের তত্ত্বাবধানে বুধবার (১৯ মে) শিবপুর উপজেলার দুলালপুর ও মাছিমপুর ইউনিয়নের ২ টি স্থানে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট এর নেতৃত্ব দেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শাহ্রুখ খান। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ০১ টি মেশিন ও উক্ত কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি জব্দপূর্বক ধ্বংস করা হয় এবং উত্তোলিত অবৈধ বালুসহ একটি ট্রাক আটক করা হয় ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে শিবপুর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
অবৈধ বালু উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply