টাঙ্গাইলে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার মহেড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও দুজন।
শনিবার (২২ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুবাইল (মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার) লিঙ্ক সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাহাত আলী (২০) ওই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চরদরমপুর গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. মোস্তাফিজুর রহমান জানান, ভোরের দিকে মহাসড়কের মহেড়া ট্রেনিং সেন্টার মোড় এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরই দুর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। নিহত ব্যক্তির ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন ও হাত কেটে পড়ে যায়। এ সময় আহত হয় আরও দুই জন।
তিনি আরও জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনরা আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply