পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘অন্য দেশের রাষ্ট্রদূতের কথায় দেশের কোনো সিদ্ধান্ত হয় না। বাংলাদেশ তার নিজের মতো করে সিদ্ধান্ত নেয়।’
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশে ই-পাসপোর্ট থেকে ইসরায়েল সফরে নিষেধাজ্ঞা সংক্রান্ত বক্তব্য তুলে দেওয়ার পর ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূতের প্রতিক্রিয়ার জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র। সার্বভৌম দেশ হিসেবে যে কোনো বিষয়ে বাংলাদেশ নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। কোনো রাষ্ট্রদূতের কথায় আমাদের সিদ্ধান্ত নেওয়া হয় না। কে কি বলল, সেটা বিবেচ্য বিষয় নয়।’
চীন থেকে টিকা কেনার বিষয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার সিদ্ধান্ত হয়েছে। আগামী জুন-জুলাই মাসে এ টিকা আসবে। প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা আসবে।
যুক্তরাষ্ট্র থেকে টিকা পাওয়ার বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র থেকে টিকা আনতে সে দেশের ওষুধ প্রশাসনের অনুমতি লাগে। সেই অনুমতির জন্য প্রক্রিয়া চলছে।
Leave a Reply