ব্রেকিং নিউজ ::
উত্তর সাধারচর পূর্ব পাড়া স: প্রা: বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতা অনু‌ষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা হতে যাচ্ছে শিবপুর শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ রায়পুরাতে এপেক্স ক্লাব অব ভৈরব নরসিংদীর উদ্যোগে ৫ টি ছাগল বিতরণ মাধবদী নুরালাপুর ইউ.পি নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মো: জাকারিয়া জনমত জরিপে এগিয়ে রাতের আঁধারে কম্বলের ফেরিওয়ালা শিবপুরের শামীম গফুর নরসিংদী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শিবপুরে আনন্দ মিছিল পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংবর্ধণা প্রস্তুতি সভা অনুষ্ঠিত জনপ্রিয়তা অর্জন করতে নয় জনগণের সেবা করতেই শামীম গফুরের ব্যতিক্রমী উদ্যোগ শিবপুর পৌরসভায় মানবিক কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন শামীম গফুর
নতুন অর্থবছরে সংসদ পাচ্ছে ৩৩৬ কোটি টাকা

নতুন অর্থবছরে সংসদ পাচ্ছে ৩৩৬ কোটি টাকা

 

আগামী অর্থবছরে সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ৩৩৬ কোটি ১৪ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে সংসদের বাজেট ছিল ৩৩৫ কোটি ১৪ লাখ টাকা। আগামী অর্থবছরের জন্য ৮০ লাখ টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ সচিবালয় কমিশনের ৩২তম বৈঠকে এ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীও বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।

মহামারির কারণে চলতি বছরের বাজেটের বড় একটি অংশ খরচ করতে পারছে না সংসদ। ফলে তারা ২২ কোটি ৩৪ লাখ টাকা কমিয়ে চলতি বছরের সংশোধিত বাজেট নির্ধারণ করেছে ৩১৩ কোটি ৮০ লাখ টাকা। এ হিসাবে চলতি বছরের সংশোধিত বাজেটের তুলনায় নতুন অর্থবছরের বাজেট বেড়েছে ৭ দশমিক ১২ শতাংশ।

রোববারের সভায় নতুন বছরের বাজেট ছাড়াও চলতি অর্থবছরের সম্পূরক বাজেট অনুমোদন করা হয়। এ ছাড়া ২০২২-২৩ অর্থবছরে ৩৫৯ কোটি ৬৭ লাখ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরের ৩৮৪ কোটি ৮৫ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

বৈঠক শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, বিদায়ী অর্থবছরে করোনাভাইরাস মহামারির কারণে কোনো সংসদ সদস্য এবং কর্মকর্তা ভ্রমণে যাননি। এজন্য অর্থ খরচ কম হয়েছে। সেই টাকা ফেরত দেওয়া হয়েছে। সব মিলিয়ে তা ৮৮ থেকে ৯০ লাখ টাকা হবে। স্পিকার বলেন, গত বছর কমিশন বৈঠকে নেওয়া সিদ্ধান্তের প্রায় সবই বাস্তবায়ন হয়েছে

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

© সকল স্বত্ব www.muktasangbad.com অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত