জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে
স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেল ৫টায় একাদশ সংসদের ত্রয়োদশ এই অধিবেশন শুরু হয়।
করোনা পরিস্থিতির কারণে অধিবেশন হবে সংক্ষিপ্ত। এ অধিবেশনেই বৃহস্পতিবার বিকেলে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অধিবেশনের শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- শহীদুজ্জামান সরকার, এবি তাজুল ইসলাম, মাজহারুল হক প্রধান, আনিসুল ইসলাম মাহমুদ, রুমানা আলী। স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।
পরে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনও সদস্যের মৃত্যুতে পরবর্তী অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাবের পর মুলতবি করা হয়। তবে সংসদ সচিবালয় থেকে বুধবারের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর জন্য প্রথম ৩০ মিনিট নির্ধারিত রাখা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সংসদে নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেটের উপর মাত্র ৫ দিন আলোচনা হবে। আলোচনায় নির্ধারিত সংখ্যক সরকার ও বিরোধী দলের সদস্য অংশ নেবেন। পুরো বাজেট পাসের প্রক্রিয়া হবে মাত্র ১০দিন। সেক্ষেত্রে ২০ থেকে ২৫ ঘণ্টা বাজেট আলোচনা হতে পারে। প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত এই আলোচনা চলবে। অধিবেশনে বাজেট ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।
সংশ্নিষ্টরা জানান, সংসদে বাজেট পেশের আগে ওইদিন বেলা ১২টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠক হবে। ওই বৈঠকে অনুমোদনের পর অর্থ বিলে সই করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ কারণে রাষ্ট্রপতি সেদিন তার সংসদ ভবন কার্যালয়ে অবস্থান করবেন।
Leave a Reply