জয় দিয়ে ইউরো ফুটবল চ্যাম্পয়নশিপ শুরু করল ইংল্যান্ড। আজ রোববার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে সহজেই জয়ে পেয়ছে তারা। ম্যাচে ইংল্যান্ড জিতেছে ১-০ গোলে।ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। পরে ৫৭ মিনিটে জয়সূচক গোলটি করেন স্টার্লিং।
অবশ্য গত বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল এই ক্রোয়েশিয়া। কিন্তু এদিন আর তেমন পারফরম্যান্স দেখাতে পারেনি তারা।
অবশ্য ইংল্যান্ড আরও বড় ব্যবধানে জিততে পারত। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় সাফল্য পায়নি তারা।
ম্যাচের ৫৭ মিনিটে সুযোগ পেয়েই এর সদ্ব্যবহার করেন ফিলিপস। তাঁর বাড়ানো বল ধরে স্টার্লিং বল জালে জড়াতে একটুও ভুল করেননি। এর পর গোল সমতা আনার শত চেষ্টা করেও পারেনি ক্রোয়েশিয়া।
নিজেদের পরের ম্যাচে আগামী শুক্রবার একই মাঠে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। একই দিন ঘরের মাঠে চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া
Leave a Reply