যশোরের কেশবপুরে প্রশাসনের হস্তক্ষেপে এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে বরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামে রোববার রাতে ওই স্কুল ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকা থেকে বর উত্তম দত্ত ও তার সঙ্গীরা বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন জনপ্রতিনিধি ও পুলিশসহ রাতেই ঘটনাস্থলে হাজির হন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি ওই বাল্য বিয়ে করতে আসার দায়ে বর উত্তম দত্তকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কনের বাবার কাছ থেকে মুচলেকা নিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।
Leave a Reply