সিলেটের গোয়াইনঘাটে এক গৃহবধূ ও তার দুই সন্তানকে গলাকেটে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের নিজ ঘরে কোনো এক সময় তাদেরকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া গৃহবধূর স্বামী হিফজুর রহমানকেও (৪০) গলাকাটা অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- গৃহবধূ হালিমা বেগম (৩০), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তানিশা (০৩)।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ সাংবাদিককে এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রতিবেশীরা সকালে হালিমা বেগমের ঘরে গিয়ে তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তিনজনের মধ্যে গৃহবধূকে ও তার ছেলেকে গলাকেটে হত্যা করা হয়েছে এবং ছোট্ট মেয়েটার মাথায় আঘাত রয়েছে। এ ছাড়া ওই বাড়ির গৃহকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে- এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশের টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply