স্বপন খানঃ
নরসিংদী শিবপুরে মোটর-সাইকেল সহ এক চোর গ্রেফতার করেছে শিবপুর মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার ( ১৭ ই জুন ) দুপুরে ২ টার দিকে সৈদেরগাওঁ গ্রামের আলামিন ডিসকাভার মটর সাইকেল টি নিচে গাড় লগ করে ২য় তলায় উঠলে, লগ ভেঙে মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে শিবপুর মডেল ওসি সালাহ উদ্দিন মিয়া কে অব্যাহত করিলে এস আই সোবান সঙ্গী ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে মটর সাইকেল সহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চোর রায়পুরা উপজেলার মরজাল বটিহারা গ্রামের সাদেক মিয়ার ছেলে কাওছার (২৮)।
শিবপুর মডেল থানার ওসি সালাহ উদ্দিন মিয়া ঘটনার সত্যতা শিকার করে বলেন থানার এসআই সোবান কে জানিয়েছি তথ্যমতে একটি মোটর-সাইকেল উদ্ধার সহ চোর কে গ্রেফতার করে থানায় নিয়ে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হবে । আদালতে তাকে রিমান্ড চেয়ে জরিত তার সাথের চোরদের আইনের আওতায় আনা জন্য আবেদন জানানো হবে।
Leave a Reply