নরসিংদীর শিবপুরে ১৭ই জুন (বৃহস্পতিবার) জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি শিবপুর উপজেলা ও পৌরসভার উদ্যোগে সাতপাড়া আঃগনি মোল্লা জামে মসজিদের প্রবেশ পথে মনোরম পরিবেশ সৃজনশীলতার জন্য উন্নত জাতের দেবদারু বৃক্ষ রোপণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) উপদেষ্টা কাদির কিবরিয়া। পরিচালক, আবু তাহের, রাজীব মোল্লা উপজেলা জাপামাস সভাপতি সাংবাদিক আলম খান,সহ-সভাপতি শরীফ প্রধান, সাধারণ সম্পাদক, গাজী মনিরুজ্জামান, সিনিয়র যুগ্ম -সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাইম, অর্থ বিষয়ক সম্পাদক খায়রুল হাসান রাজন, প্রকাশনা সম্পাদক, মোঃসাইফুল ইসলাম মোল্লা, সহ-মহিলা বিষয়ক সম্পাদক, সুফিয়া খাতুন। শিবপুর পৌরসভার সভাপতি দৌলত হোসেন,
সাধারণ সম্পাদক রবিউল হাসান। উক্ত মসজিদটি সাবেক বিচারপতি সামসুউদ্দিন মোল্লা মহোদয়ের সু-যোগ্য সন্তান আলহাজ্ব ডাঃমোল্লা এরশাদুল হক সাহেবের অর্থায়নে ও এলাকাবাসীর সার্বিকতায় উক্ত মসজিদটি স্হাপন করা হয়।
Leave a Reply