স্বপন খান
নরসিংদী থেকে আবুনাঈমরিপন:নরসিংদী শিবপুর উপজেলার মিয়ার গাও এর মৃত আনোয়ার হোসেন এর মেয়ে সুমি বেগম(৩০)এর সাথে বিগত প্রায় ১২ বৎসর পূর্বে শিবপুর থানার সৈয়দনগর পাচভাগ গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুএ আনোয়ার হোসেন (৪২)এর সাথে আনুষ্ঠানিক ভাবে বিবাহ হয়।তাদের ঘরে ২টি পুএসন্তান আছে।
তিনি দীর্ঘদিন সৌদি আরব ছিলেন,গত ২৪/৫/২১ তারিখে দেশে আসেন। গত ২৮/৫/২১ইং আকম্মিক হ্নদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।
এর পর থেকেই অত্যাচার,নির্যাতন চালাতে থাকে ভাসুর রূহুল আমিন,তার স্ত্রী সুমী বেগম,
মনির হোসেন গংরা বেধরক পিটিয়ে স্বামীর বাড়ী থেকে বের করে দেয়। অসহায় সুমি বেগম ও তার ২সন্তান নিয়ে মিয়ার গাও বাপের বাড়ী আশ্রয় নেয়।
এবংবাদী হয়ে বিজ্ঞ ম্যাজিস্টেট আদালতে সিআর মামলা নং ৪৫৫/২১ দায়ের করে।
গত ১৩/৬/২১ইং বিবাদীরা মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকে।অন্যথায় তার ২সন্তান সহ তাকে হত্যা ও লাশ গুম করে ফেলার হুমকি দিতে থাকে।
নিরুপায় হয়ে শিবপুর মডেল থানায় একটি জিডি করেন,জিডি নং৭২৯.তারিখ,১৪/৬/২১ ইং
অসহায় বিধবা সুমী বেগম স্বামীর ভিটেবাড়ী ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরছেন।
উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।এতিম শিশুদের দিকে তাকিয়ে দ্রুত ভিটেবাড়ী উদ্ধার করে
তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
Leave a Reply