ব্রেকিং নিউজ ::
উত্তর সাধারচর পূর্ব পাড়া স: প্রা: বিদ‌্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যোগিতা অনু‌ষ্ঠিত ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা হতে যাচ্ছে শিবপুর শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ রায়পুরাতে এপেক্স ক্লাব অব ভৈরব নরসিংদীর উদ্যোগে ৫ টি ছাগল বিতরণ মাধবদী নুরালাপুর ইউ.পি নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মো: জাকারিয়া জনমত জরিপে এগিয়ে রাতের আঁধারে কম্বলের ফেরিওয়ালা শিবপুরের শামীম গফুর নরসিংদী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শিবপুরে আনন্দ মিছিল পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংবর্ধণা প্রস্তুতি সভা অনুষ্ঠিত জনপ্রিয়তা অর্জন করতে নয় জনগণের সেবা করতেই শামীম গফুরের ব্যতিক্রমী উদ্যোগ শিবপুর পৌরসভায় মানবিক কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন শামীম গফুর
রেকর্ডময় ম্যাচে পর্তুগালকে নকআউটে তুললেন রোনালদো

রেকর্ডময় ম্যাচে পর্তুগালকে নকআউটে তুললেন রোনালদো

 

চরম উত্তেজনাময় একটি রাত পার করল ফুটবলপ্রেমীরা। দিনের শুরু থেকেই ভাবনায় ছিল, কে যাবে নকআউট পর্বে—পর্তুগাল নাকি জার্মানি? এমন মধুর সমস্যায় পড়া ভক্তরা ম্যাচ গড়াতেই টের পেল আসল লড়াইয়ের ঝাঁঝ। পুরো ম্যাচ ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছিল। এক পর্যায়ে ফ্রান্সের কাছে হারের মুখে পড়ে সেই উত্তেজনা শেষ হয়ে যেতে বসেছিল পর্তুগালের। তবে শেষ পর্যন্ত অঘটন হয়নি। ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডময় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে শেষ ষোলোতে ওঠে পর্তুগিজরা।

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে গতকাল বুধবার রাতে বাঁচা-মরার ম্যাচে রোনালদোর গোলে ফ্রান্সের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পর্তুগাল। ম্যাচটিতে প্রথমে এগিয়ে গিয়েও হারতে বসেছিল পর্তুগাল। কিন্তু বিদায়ের ঘণ্টা বাজার আগেই গোল করে দলকে শেষ ষোলোর টিকেট পাইয়ে দেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। দলের হয়ে দুটি গোলই করেন রোনালদো। অন্যদিকে ফরাসিদের হয়ে দুটি গোলই করেন রোনালদোর রিয়ালের সতীর্থ করিম বেনজেমা।

ম্যাচটিতে দুইবার গোল করে রেকর্ড গড়েন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দাইয়ের ১০৯ গোলের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন জুভেন্টাস তারকা। আর এবারের আসরে তাঁর মোট গোল হলো পাঁচটি। ইউরোর ইতিহাসে রেকর্ড ১৪টি।

‘এফ’ গ্রুপে পর্তুগালের সঙ্গে ড্র করে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। আরেক ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে দুবার পিছিয়ে পড়া জার্মানি ঘুরে দাঁড়িয়ে ২-২ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়েছে। তাদের পয়েন্টও পর্তুগালের সমান চার। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রানার্সআপ হয়েছে তারা। তৃতীয় স্থান নিয়ে নকআউট নিশ্চিত করেছে পর্তুগাল

সামাজিক যোগাযোগ এ শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

© সকল স্বত্ব www.muktasangbad.com অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত