জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এখন পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেল ৩২১ জন, আর করোনায় মারা গেছে ৬৬ জন।
রোববার (২৭ জুন) সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এসব করোনা রোগী মারা যান। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১৬৫ জনের নমুনা পরীক্ষায় ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ শতাংশ। এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ৩ হাজার ৩০৭ জনে দাঁড়িয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৮৬২ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। আর করোনা উপসর্গ নিয়ে মেডিকেলে ২৪৪ জন ভর্তি রয়েছেন।
Leave a Reply