করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশের মতো খুলনায়ও আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। লকডাউনে বাস্তবায়নে নগরীতে ৪২টি ও জেলায় ২৬টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ। টহল দিচ্ছে ২ প্লাটুন বিজিবি এবং র্যাবের সদস্যরা।
জেলায় বন্ধ রয়েছে বাস ও ট্রেনসহ গণপরিবহন, মার্কেট, দোকানপাট, শপিংমল এবং সরকারি-বেসরকারি অফিস।
খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, জেলা ও নগরীতে মাঠে নামবে সেনাবাহিনীর ১০ প্লাটুন সদস্য। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
Leave a Reply