ডালিম খান ; নরসিংদী শিবপুর বাজার, লাকড়ি পট্টিতে অবস্থিত। শিবপুরের সাথে চালিতাকান্দি,জয়নগর, আড়ালী ,কুতুবেরটেক, জাল্লারা ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গার যোগাযোগের অন্যতম মাধ্যম এটি। এক কথায় বলা যায় পাহাড়ী অঞ্চলে যাতায়াতের একমাত্র পথ এটি।অনেকেই অবগত আছেন ২০১৭ সালে ব্রিজের অর্ধেক অংশ ভেঙ্গে পরে। ভেঙ্গে পরা অংশটি কাঠ দিয়ে মেরামত করা হয়। গতকাল অর্থাৎ ০১/০৭/২১ তারিখে আরো একটি দূর্ঘটনার সম্মুখীন হয় এই ব্রিজটি। একটি মালবাহী ট্রলারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় আরো একটি পিলার৷ এমতাবস্থায় ব্রিজটি যাতায়াতের অনুপযোগী হয়ে উঠেছে। স্থানীয়দের মতে উপরমহল থেকে অনেক আশার বানী আসলেও তা বাস্তবায়িত হয়নি বিগত ৩ বছরে। শিবপুর সদরে এমন গুরুত্বপূর্ণ একটি ব্রিজ এভাবে অকেজো হয়ে আছে এটি অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন জনসাধারন। ৫ বছরে ও নজরে আসেনি জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের। প্রতিদিন হাজারো জনগনের যাতায়াতের ব্রীজটি দ্রুত সংস্কারের দাবী জানায় সর্বসাধারন জনগন।
Leave a Reply