ডালিম খান : করোভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় জনগণকে সচেতন করার লক্ষ্যে সরকার ঘোষিত ৭ দিনের দেশব্যাপী কঠোর লকডাউন বাস্তবায়নে নরসিংদীর শিবপুরবাসীকে সচেতন রাখতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এর তৎপরতা অব্যাহত রয়েছে। লকডাউনের ৪র্থ দিন রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিবপুর উপজেলা প্রশাসনের তৎপরতায় বন্ধ ছিল সবধরনের দোকানপাট। ঢাকা-সিলেট মহাসড়কে পণ্যবাহি গাড়ি, রিকশা ভ্যান ছাড়া বন্ধ ছিল সবধরনের যানবাহন । উপজেলায় রিকশা ভ্যান ও জরুরি পণ্যবাহি গাড়ি ছাড়া কোন যানবাহন চলাচল করেনি। লকডাউন বাস্তবায়নে মানুষকে ঘরে রাখতে মাঠে ছিলেন উপজেলা প্রশাসন, পুলিশ, সেনা সদস্য, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরাও। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান লকডাউনের চতুর্থ দিন রবিবার
উপজেলার ইটাখোলা, পালপাড়া বাজার, শিবপুর বাসষ্ট্যান্ড বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে লকডাউন কার্যকর ও বাইরে বের হওয়া লোকজনকে সতর্ক করেন এবং লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ৮টি মামলায় ২০২০ টাকা জরিমানা আদায় করা হয়।
Leave a Reply