আড়াই বছর কারাবাসের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরে গেলেন তিন ভারতীয় নাগরিক, যাদের মধ্যে একজন প্রতিবন্ধীও ছিলেন। মঙ্গলবার বেলা সোয়া ১২টায় বাংলাদেশের দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এসময় সেখানে ভারতের লোকসভার বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার সহ বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।তিন ভারতীয় নাগরিক হলেন, উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার কাজু মোহাম্মদ (৪০) ও বাকপ্রতিবন্ধী আকেল মোহাম্মদ (১৭) এবং দক্ষিন দিনাজপুরের হিলি থানার মানিক দেবনাথ (৩০)। তারা দিনাজপুর, পঞ্চগড় ও যশোরের জেলে আটক ছিলেন।
বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সেকেন্দার আলী সমকালকে জানান, এই তিনজন ভারতীয় নাগরিক ২০১৯ সালে হিলি ও পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় তাদের কাছে পাসপোর্ট-ভিসা না থাকায় বিজিবি সদস্যরা আটক করেন। এঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়।
পরে আদালত বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড দেন। দীর্ঘ আড়াই বছর সাজাভোগের পর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শিপ্রা রায়ের কাছে তাদের হস্তান্তর করা
Leave a Reply