ডালিম খান /পৃথিবী আবার নতুন সূর্যের হাসিতে উদ্ভাসিত হবে, ধুয়ে যাবে সব ধরনের বিষাদ, সব ধরনের রোগ জীবানু নিশ্চিহ্ন হয়ে পৃথিবীর বুকে হাসবে নতুন সূর্য! এমন প্রত্যাশায় শিবপুর উপজেলা বাসী সহ দেশের সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান দেশের সংকটাপন্ন সন্ধিক্ষণে মহামারী পরিস্থিতিতে।সচেতনতা অবলম্বন করে পবিত্র ঈদুল আযহার ঈদ উদযাপন করার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করেন ইউএনও কাবিরুল ইসলাম খান। শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বাংলাদেশের মানুষের মনে এখন আর কোন দু:খ নেই। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আওয়ামীলীগ সরকার নিরলস কাজ করে যাচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যহত থাকলে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে রূপান্তরিত হবো। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমা সমন্বিত রেখে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।ইউএনও আরো বলেন,জীবনের চেয়ে বড় কিছু নয়।নিজে বাঁচুন অপরকে বাঁচতে সহযোগিতা করুন।স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্কতা অবলম্বন করুন।সকলের জন্য দোয়া করি পরিবার পরিজন আত্মীয়-স্বজন যে যেখানে পবিত্র ঈদ উদযাপন করবেন। সৃষ্টিকর্তা সকলকে হেফাজত করুন সুস্থ রাখুন সুন্দর রাখুন।ঈদ জীবনে বহুবার ফিরে পাবেন পাবেননা জিবন। তাই আসুন সচেতনতা অবলম্বন করি সামাজিক দুরত্ব বজায় রাখি।শুখি সুন্দর জীবন গড়ি।। ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক।
Leave a Reply