নরসিংদী জেলার শিবপুর উপজেলার পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গত ১৭ জুলাই গঠন করা হয়।২১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটির অনুমোদন দেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক।কিন্তু কমিটি ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করে আসছে চরম অসন্তুষ্টি ও চাপা ক্ষোভ।তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে শিবপুর পৌর বিএনপির কার্যালয়ে কমিটির ১৫ জন সদস্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মলনে তারা লিখিত বক্তব্য উপস্থাপন করে বলেন নবগঠিত শিবপুর পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করা হয়নি।তাই আমরা স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করলাম।এবং একই সাথে অযোগ্য ব্যক্তিদের কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় নিন্দা প্রকাশ করছি।এ ব্যাপারে শিবপুর পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন,নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সঠিকভাবে যাচাই বাছাই না করেই অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদ দিয়ে কমিটি ঘোষণা করেছেন,আর যারা দলের নিবেদিত প্রাণ,ত্যাগী ও যোগ্য কর্মি তাদেরকে সঠিক মূল্যায়ন করা হয়নি।আমরা এই মাত্র আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে ১৫ জন সদস্য পদত্যাগ করেছেন,যা আমাদের কাছে খুবই দুঃখজনক। ত্যাগী নেতাকর্মীরা রাজনীতি থেকে সরে যাওয়া বিএনপির জন্য মোটেও মঙ্গলজনক নয়।নবগঠিত কমিটি থেকে যারা পদত্যাগ করেছেন তারা হলেন শেখ জাকারিয়া (সি: যুগ্ম আহবায়ক),মো: মুরাদ হোসেন (যুগ্ম আহবায়ক),আল আমিন (যুগ্ম আহবায়ক),আব্দুর রহিম (যুগ্ম আহবায়ক), জলিল মোল্লা (যুগ্ম আহবায়ক), সদস্য-মো: আওলাদ,মো: মাসুদ,মামুন খান,সায়েম খান,এমদাদুল হক,মো: এবাদুল্লাহ,সাদ্দাম হোসেন,বেনু প্রদান,মুঘল হোসেন ও ফুরকান উদ্দীন।
Leave a Reply