ডালিম খান : নরসিংদীর শিবপুরে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা ও প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) লকডাউনের ২য় দিনের মাথায় জেলা প্রশসাক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা ইউএনও কাবিরুল ইসলাম খান, এসময় তিনি করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে শিবপুর বাসষ্টান, দুলালপুর ইউনিয়ন গড়বাড়ী,লাখপুর বেবীবাধঁ ও বিভিন্ন হাট বাজারে অভিযান পরিচালনা করেন।উক্ত অভিযানে সরকারি নির্দেশনা প্রতিপালনের পাশাপাশি মাস্ক পরিধান নিশ্চিতকরাসহ বিভিন্ন বিষয়ে জনগনকে সতর্ক করেন। এসময় ৫টি মামলায় মোট ৩৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে বাংলাদেশ বিজিবি একটি টিম সহযোগিতা করেন।
Leave a Reply