মাহাবুব খান আকাশ খান /করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম মহোদয়ের প্রচেষ্টায় ও তৎপরতায় লাখপুর বেড়িবাঁধ ও চিনাদী বিলে দর্শনার্থী ও জনসাধারণ অবাধ চলাচল এখন নিয়ন্ত্রণে। যাতায়াতের রাস্তা, নৌকা চলাচল ও রেস্টুরেন্ট বন্ধ রাখা হয়েছে। শিবপুর উপজেলার সুশীল সমাজ ও সচেতন মহল শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান মহোদয়কে সাধুবাদ জানিয়েছেন। ইউএনও কাবিরুল ইসলাম খান বলেন কষ্ট করে হলেও কিছুদিনের জন্য ঘরে থাকুন,বার বার সাবান দিয়ে হাত ধোন,সামাজিক দুরত্ব বজায় রাখুন,প্রয়োজন অনুযায়ী মাস্ক ব্যবহার করুন। কিছুদিনের জন্য আপনার এই ঘরে থাকাটাই হবে করোনা ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে বড় যুদ্ধ।কারণ আমরা সবাই এখন জানি, বাহক ছাড়া করোনা ভাইরাস একস্থান হতে অন্যস্থানে স্থানান্তর হতে পারেনা এবং এই ভাইরাসকে বহন করে মানুষ।মুক্তিযুদ্ধের সময় পৃথিবীতে ছিলাম না,তাই অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি।এখন যে যুদ্ধে নেমেছে সারা পৃথিবী, আসুন আমি আপনি সবাই ঘরে থাকার মাধ্যমে সে যুদ্ধে অংশগ্রহণ করি।সবাই মিলে করোনা ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে আমরা জিতবই ইনশাআল্লাহ। আবার আমাদের পৃথিবী হয়ে উঠবে প্রাণপ্রাচুর্যে ভরপুর ভালোবাসাময় এক পৃথিবী।
Leave a Reply