দক্ষিণ এশিয়ার প্রখ্যাত রাজনীতিবিদ,নরসিংদীর মাটি ও মানুষের নেতা,বিএনপির সাবেক মহাসচিব ও নরসিংদী-৩ শিবপুর আসনে বিএনপি থেকে টানা চারবারের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল মান্নান ভূঁইয়ার ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৮ জুলাই সকালে আব্দুল মান্নান ভূঁইয়ার সমাধিস্থলে তার পরিবার, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তিদের পক্ষে কোরআনখানি ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করা হয়। সাবেক এই এলজিআরডি মন্ত্রীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে রয়েছেন আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসভাপতি মনজুর এলাহী, আব্দুল মান্নান ভূঁইয়া স্মৃতি সংসদের সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক ও পুটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান একেএম সাইফুল ইসলাম, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ, আব্দুল মান্নান ভূঁইয়া ডিগ্রি কলেজসহ স্থানীয় রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন সমূহ।
Leave a Reply