শিবপুরের সোনাকুড়া সি এন্ড বি বাজারে মাছের আড়ৎ নির্মানের স্থান পরিদর্শন করেন উপজেলা প্রশাসন
- আপডেট সময় : ০৯:২১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ৭৬৪ বার পড়া হয়েছে
শিবপুর উপজেলার সোনাকুড়া সিএন্ডবি বাজারে মাছের আড়ৎ নির্মাণের জায়গা ও বর্তমান বাজারের মাছের শেডসহ বাজার পরিদর্শন করেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত।মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন যৌথভাবে বাজারটি পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল,উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূঁইয়া,উপজেলা সহকারি মৎস কর্মকর্তা দিলিপ কুমার ধর,শিবপুর প্রেসক্লাবের সভাপতি এস,এম খোরশেদ আলম,সাধারণ সম্পাদক এস,এম আরিফুল হাসান,বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উল্লেখ্য,সি এন্ড বি বাসস্ট্যান্ডের জানযট নিরসন,দুর্ঘটনা হ্রাস, স্বাস্থ্যবিধি ও পরিবেশ নিয়ন্ত্রণ,দীর্ঘমেয়াদী মাছের বাজার ব্যবহার ও ক্রেতা-বিক্রেতাদের সুবিধার কথা চিন্তা করেই নতুন স্থানে মাছের আড়ৎ নির্মানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন।